Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রখ্যাত ব্যক্তিত্ব

এলাকার সাবেক কযেকজন ব্যক্তিত্ব

বিগত ২০০ বছরে মহাস্থানে যারা উল্লযোগ্য ব্যক্তিত্ব ছিলেন তাদের স্বরনীয় হলেন-

 

১) মরহুম চান বক্স প্রাং:তিনি একজন সরল প্রাণ মুসলিম ছিলেন। তার মাজার ও এলাকার উন্নয়নে তার অনেক অবদান রয়েছে।

 

২) মরহুম জহির উদ্দীন আকন্দ:তিনি দীর্ঘদিন মহাস্থান জামে মসজিদের মুয়াজ্জিম এবং একজন বিশিষ্ট খাদেম ছিলেন। হযরত বোরহান আলীর মাজারের নিকট তার বাসস্থান ছিল।

 

৩) মরহুম হামুদালী সাহেব:তিনি ও এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি ছিলেন। জনসাধারনের উপর তার ব্যপক প্রভাব ও প্রতিপত্তি ছিল। মাজার ও মাদ্রাসার উন্নয়নে তার বিশেষ অবদান রয়েছে।

 

৪) মরহুম তছলিম উদ্দীন মাস্টার সাহেব:গড় মহাস্থানের বসতি এলাকায় তার বাড়ী ছিল।তিনি একজন বিশিষ্ট শিক্ষক ছিলেন। সারা জীবন মাজার - মাদ্রাসা ও স্কুল কলেজের উন্নয়নে বিশেষ ভুমিকা রেখে গেছেন।

 

৫)মরহুম সগা প্রামানিক:অল্প শিক্ষায় দীক্ষিত হলেও তিনি করতোয়া নদীর ফেরীঘাট পরিচালনা করতেন এবং বিভিন্ন ভাবে মাজার ও স্থানীয় প্রতিষ্ঠান সমূহের উন্নয়ন সাধনে বিশেষ ততপর ছিলেন। এরকম অনেক মহাপ্রাণ ব্যক্তি মাজারের রক্ষণাবেক্ষন ও উন্নয়নে কাজ করে গেছেন।আল্লাহ সকলের আত্নার শান্তি দান করুন।