Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

 

মহাস্থান হইতে প্রায় ০৩ কিলো মিটার দূরে করতোয়া নদীর পার্শ্বে গড়ে উঠা অতি প্রাচীন তম এলাকা রায়নগর । যাহা শিবগঞ্জ উপজেলায় একটি ঐতিহ্যবাহী অঞ্চল হিসাবে পরিচিত রায়নগর ইউনিয়ন । কালেরপরিবর্তনে আজ রায়নগরইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয়অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বলরেখেছে।

নামকরণঃ প্রাচীন যুগে এই এলাকাতে বসবাস করত হিন্দু ধর্মীয় অনুসারীরা আর এই এলাকায় বসবাস করত রায় বংশের লোকেরা। তাদের বংশের নাম অনুসারে এই প্রাচীন এলাকার নাম হয়েছে রায়নগর।

 

ক) নাম – ১২ নং রায়নগর ইউনিয়ন পরিষদ।

 

খ) আয়তন - ২০.১০  (বর্গ কিঃমি)।

 

গ) লোকসংখ্যা – ২৮,১৭৩জন (প্রায়) (২০০১ সালের আদম শুমারি অনুযায়ী)।

 

ঘ) গ্রামের সংখ্যা – ২৩টি।

 

ঙ) মৌজার সংখ্যা –১৭টি।

 

চ) হাট/বাজার সংখ্যা - ০৩টি।

 

ছ) জেলা সদর ও উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/বাস।

 

জ) শিক্ষার হার –  

 

    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৮টি।

 

    বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০২টি।

 

    উচ্চ বিদ্যালয় - ০৪টি।

 

    মাদ্রাসা-  ০৭টি

 

ঝ) দায়ীত্বরত চেয়ারম্যান –মো: ফিরোজ আহমেদ (রিজু)

 

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয়স্থান-মহাস্থান মাহী সওয়ার(র) এর মাজার শরীফ।

 

ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – মহাস্থান প্রত্নতান্তিক জাদুঘর।

 

ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ১১/১১/২০০৩ইং।

 

 

 

 

ড) নব গঠিত পরিষদের বিবরণ –

 

                                    ১) শপথ গ্রহণের তারিখ –০১/০৮/২০১১ইং

 

                                    ২) প্রথম সভার তারিখ – ০২/০৮/২০১১ইং

 

                                   ৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ –০১/০৮/২০১৬ ইং।

 

ঢ) গ্রাম সমূহের নাম –

 রায়নগর , দক্ষিন কৃষ্ণপুর ,আঁচলাই, টেপাগাড়ী, পার টেপাগাড়ী, সেকেন্দ্রাবাদ, দৌলতপুর, হাজরাবাড়ী, দঃ শ্যামপুর, ঘাগুরদুয়ার ,কাজিপুর,বুলুরচক করতকোলা, নিমারপাড়া, চন্ডিহারা, বাউলা পাড়া, চন্ডিজান, অনন্তবালা, সুদামপুর, মহাস্থান, নাগরকান্দি,গড় মহাস্থান,চক মহাস্থান।

 

            

 

ণ) ইউনিয়ন পরিষদ জনবল –

 

               ১) নির্বাচিত পরিষদ চেয়ারম্যান/সদস্য – ১৩ জন।

 

               ২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।

 

                    ৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ১০ জন।